Monday , December 23 2024
Breaking News

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে ফেলে বাংলাদেশ। মামুলি স্কোর তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে স্বাগতিকরা। এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে কোনো প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল।

ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। গোটা সফরে ব্যর্থ ব্রেন্ডন টেলর এই ম্যাচে খেলেছেন ৪৮ বলে ৫৯ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আল-আমীন। এছাড়া ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ হোসেন।

১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার যোগ করেন ১০ ওভার চার বলে ৭৭ রান। এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। ৩৪ বলে ৩৩ রান করা নাঈম শেখের বিদায়ের পর লিটন দাস তুলে নেনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। নাইমের পর সৌম্য সরকারকে নিয়ে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। লিটন দাস ৪৫ বলে ৬০ ও সৌম্য অপরাজিত রয়েছেন ২০ রানে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৯/৭ (টেলর ৫৯*, আরভিন ২৯, সিকান্দার রাজা ১২, কামুনহুকামুয়ে ১০; আল-আমিন ২/২২, মোস্তাফিজ ২/২৫)।

বাংলাদেশ: ১৫.৫ ওভারে ১২০/১ (লিটন ৬০*, নাইম শেখ ৩৩, সৌম্য সরকার ২০*)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

SHARE

About bnews24

Check Also

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। একদিকে সিরিজ বাঁচানোর মিশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *