বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার (অপপ্রচার) বিরুদ্ধে সোচ্চার হতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।’ তিনি আরও বলেন, ‘আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।’ বাংলাদেশকে সব দিক থেকে গড়ে তুলতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক যে শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকে গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।’
Check Also
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা …