প্রাণঘাতী ভাইরাস করোনায় নতুন করে আরও একজন আমেরিকান প্রবাসী বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন। নতুন আক্রান্ত রোগী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসরত এই ৪৬ বছরের ওই নারী ব্রুকলিন এলাকায় থাকেন। বর্তমানে তিনি সেখানকার স্থানিয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্তদের অন্য আরেক জনের বাড়ি ফরিদপুরে। অনুর্ধ্ব ৫০ বছর বয়সী এই ব্যক্তি লংআইল্যান্ডের নাসাউ কাউন্টিতে বাস করেন। তাকে লং আইল্যান্ড এলাকার এক হাসপাতালে জনবিচ্ছিন্ন করে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ব্যক্তি নিউইয়র্কে আইটি (তথ্যপ্রযুক্তি) পেশায় কর্মরত।
অন্যদিকে, আক্রান্ত নারী স্বামীর সঙ্গে ম্যানহাটনে ফুড ভেন্ডিংয়ে কাজ করতেন। এটা তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বামীকে পরীক্ষা করাতে নিয়ে গিয়ে কৌতূহলবশত তিনি নিজেও পরীক্ষা করান। তবে স্বামীর পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ, তার পজিটিভ।
গত শুক্রবার নিউইয়র্ক শহরে প্রতথমবারের মত করোনায় মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ঐ নারীর বয়স ছিল ৮২ বছর। মৃত আগে থেকেই হাঁপানি রোগে ভুগছিলেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই
প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের
দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ ভাইরাস।