বাগমারা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৪নং বড়বিহানালী ইউনিয়নের বাগান্না গ্রামের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বড়বিহানালী ইউনিয়নের সাবেক -চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক -সভাপতি কফিল উর্দ্দিন সরদার এর ৩য় মৃত্যুবার্ষিকী গত ২৯ (আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৪টার সময় বাগান্না উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মরহম এর ভাই মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের -সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক -চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম (সান্টু) তিনি বক্তব্যে বলেন ,মরহম কফিল উর্দ্দিন সরদার ছিলেন দলের জন্য একজন নিবেদিত নেতা তার কোন লোভলালসা মোহ তাকে স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন সবার কাছে প্রিয় মানুষ সৎ, দক্ষ ও পরিছন্ন রাজনীতিবিদ। দলের সংকটময় মুহুর্তে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন ধীরস্থির ভাবে। নেতৃবৃন্দ দলের সবাইকে মরহম কফিল উর্দ্দিন সরদার এর আদর্শ অনুসরণ করার আহবান জানান। এ সময় আরো উপস্তিত ছিলেন মোঃ ইয়াছিন আলী সরদার -সাধারণ সম্পাদক বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগ , বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ গোফ্ফার ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ,মোঃ জনাব আলী -সভাপতি কৃষকলীগ বড়বিহানালী ইউনিয়ন, মোঃ আব্দুল মতিন খোন্দকার -সহ -সভাপতি রাজশাহী জেলা যুবলীগ,মোঃ আবু বক্কর সির্দ্দিক ইউপি সদস্য ৬নং ওয়ার্ড বড়বিহানালী ইউনিয়ন পরিষদ , স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন। আলোচনা সভা শেষে কফিল উর্দ্দিন সরদার এর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও খাবার বিতরণ করেন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন বাগান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …