বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর জাতীয় চার নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী উত্তর জনপদের প্রাণ পুরুষ জননেতা মোহাম্মাদ নাসিম এমপি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাণিক প্রামাণিক। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ১৩ জুন ২০২০ বেলা ১১ টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মাদ নাসিম। শোক বার্তায় মাণিক প্রামাণিক বলেন, সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে জাতি মুক্তিযুদ্ধের পক্ষের একজন অন্যতম সিপাহশালাইকে হারালো। তিনি আরো বলেন, এদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে মোহাম্মাদ নাসিম আমরণ লড়াই করে গেছেন। তার মৃত্যুতে জাতি হারালো এক রাজনৈতিক ব্যক্তিত্বকে।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …