আপনারা জানেন, বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের যাত্রী
মুন্সিগঞ্জ জেলার মিরকাদিমের আব্দুর রহমান সপরিবারে নিহত হয়েছেন। করোনা
মহামারীতে বেকার হয়ে যাওয়ায় তিনি আরো আগেই পুরান ঢাকার কসাইটুলির ভাড়া বাসা
ছাড়তে চাইলেও বাড়িওয়ালা জোরপূর্বক তাকে জুন পর্যন্ত থাকতে বাধ্য করেছেন।
তাই তার মৃত্যুর ঘটনায় বাড়িওয়ালা অবশ্যই দোষী।
আগামীকাল
০১ জুলাই ২০২০ইং বুধবার সকাল ১১ টায় ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে জাতীয়
প্রেসক্লাবের সামনে বাড়িওয়ালার জোরজবরদস্তিই মর্নিং বার্ড লঞ্চের যাত্রী
আব্দুর রহমানের সপরিবারে মৃত্যুর কারণ হওয়ায় দোষী বাড়িওয়ালার
দৃষ্টান্তুমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ
দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে সভাপতিত্ব করবেন
ভাড়াটিয়ার পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার।
Check Also
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ
উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে …