Monday , December 23 2024
Breaking News

অভিনয় ছেড়ে খোলামেলা পোশাকে জায়রা

জুন মাসেই অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন জায়রা ওয়াসিম। কারণ, মুসলিম ধর্মাবলম্বী হিসেবে অভিনয় করা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণসম! জায়রার কথায়, অভিনয় করা ইসলাম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। এমন বিস্ফোরক মন্তব্য করে নিজের অভিনয় ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে ফেসবুকে লম্বা পোস্ট করেছিলেন ‘দঙ্গল’ খ্যাত এ অভিনেত্রী। তবে তার মাস দুয়েক পরই টরোন্টোর চলচ্চিত্র উৎসবে তাকে দেখে হতবাক নেটদুনিয়া। একহাত নিতেও ছাড়েননি।  ১৩ সেপ্টেম্বর টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির। আর সেই উপলক্ষেই প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম পৌঁছে গিয়েছেন টরোন্টোয়। সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কার সঙ্গে পোজ দিয়েছেন জায়রা। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনরা। দিন কয়েক আগেই তো অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন, এখন আবার ন্যাকামো করে ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান দিতে গিয়েছেন কেন? এমন প্রশ্নবাণেই জায়রাকে বিদ্ধ করেছেন নেটিজেনরা। অনেকে আবার তাকে ‘ড্রামেবাজ’ আখ্যা দিয়ে লিখেছেন, আরে, ধর্মের দোহাই দিয়ে অভিনয় করা তো আগেই ছেড়ে দিয়েছেন, তাহলে এখন আবার ওখানে গিয়েছেন কী করতে জায়রা ওয়াসিম? কী নাটুকে মেয়ে রে বাবা! কেউ আবার জায়রার বলিউড ত্যাগ করার বিষয়টিকে ¯্রফে একটা ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবেই দেখছেন। তাদের কথায়, অভিনয় ছাড়ার বিষয়টি ফলাও করে জানানোর পর আবার এখানে কী করছেন জায়রা, প্রচারে থাকার জন্য এক্কেবারে নিম্ন রুচির নাটক! নেটিজেনদের একাংশ আবার তার পোশাক নিয়েও কটাক্ষ করে বলেছেন, আপনার পোশাক তো আপনার ধর্মমত অনুযায়ী মিলছে না! 

SHARE

About bnews24

Check Also

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার, বাঁধনের কড়া জবাব

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অন্যান্য তারকাদের সঙ্গে মাঠে নেমেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *