রেজাউল করিম বাগমারা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি.র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাণিক প্রামাণিক । এক শোক বার্তায় মরহুমার বিদ্রোহী আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। শোক বার্তায় মাণিক প্রামানিক বলেন.এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে আওয়ামী লীগের যে ক্ষতি হলো, তা অপুরণীয়। আওয়ামী লীগের তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২০ ইং) থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
Check Also
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৪৩ কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ৪৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া …