রেজাউল করিম বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ৪ নং বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু তাহের মাষ্টার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবু তাহের মাষ্টার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জাকিরুল ইসলাম সান্টু। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ১৩ জুলাই সোমবার ২০২০ ইং বিকাল ৪ টার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব আবু তাহের মাষ্টার। শোক বার্তায় জাকিরুল ইসলাম সান্টু বলেন, বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে আবু তাহের মাষ্টার আমরণ লড়াই করে গেছেন। তার মৃত্যুতে জাতি হারালো এক রাজনৈতিক ব্যক্তিত্বকে। মঙ্গলবার ১৪ জুলাই ২০২০ ইং সকাল সাড়ে ১০ টায় কুলিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …