রেজাউল করিম : নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওগাঁ -৬ আত্রাই-রাণীনগর আসনের পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি ২৭ জুলাই সোমবার ২০২০ ইং সকাল ৬.৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক প্রামাণিক। সোমবার সকালে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করেন মানিক প্রামানিক। তিনি আরো বলেন. তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো। মানিক প্রামাণিক তার আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বলে ও শোকবার্তায় জানানো হয়।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …