নিজস্ব প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় জেলা আ,লীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জাকিরুল ইসলাম সান্টুর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। শনিবার ১৫ আগষ্ট সকালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভবানীগঞ্জ পৌরসভার জিরো পয়েন্টে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় উপজেলা আ,লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ,লীগের সহ- সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু। এ সময় আরো উপস্তিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ সরাফত আলী, বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল মাষ্টার,ঝিকরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আঃ সামাদ প্রামানিক, মোঃ ফেরদৌস প্রামানিক প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও গরীব দুঃখীদের মাঝে কাঙ্গালী ভোজের খাবার বিতরণ করা হয়।
Check Also
বাগমারা কালাপাড়া ইসাহাক আলী মাষ্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্টিত
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে-রাজশাহীর বাগমারা উপজেলার কালাপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব …