বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামকে বদলী করা হয়েছে। গত বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর- রহমান। এ দিকে বাগমারা উপজেলায় নির্বাহী অফিসারের পদ শূন্য হওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ কে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগমারায় বদলীর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে জাকিউল ইসলামকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটর দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারী কার্যবিধি ১৯৯৮ এর ১৪৪ ধারায় ক্ষমতা প্রয়োগ করবেন। ২০১৭ সালে ৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগমারায় যোগদান করছিলেন তিনি। একই সঙ্গে শরিফ আহম্মেদ কে রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। সেখানে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারী কার্যবিধি ১৯৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। ২০১৮ সালের ২১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যোগদান করেছিলেন।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …