বাগমারা (রাজশাহী) প্রতিনিধি : আপডেট টাইম প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৭
রাজশাহীর বাগমারায় সরকারী লীজকৃত সম্পত্তি (খাস জমি) বিক্রির অভিযোগ উঠেছে গয়না বিবি নামের এক ভুমিহীন মহিলার বিরুদ্ধে। সরকারী খাস জমি বিক্রির অভিযোগে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমি বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একই এলাকার প্রতিবন্ধী খাজা ময়েন উদ্দীন নামের এক ভুমিহীন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামের সদের আলী তার পরিবার নিয়ে সরকারী জমিতে বসবাস করে আসছিল। তাদের বসবাসের জন্য সরকারী ভাবে ওই জমি টুকু সদের আলীর স্ত্রী গয়না বিবির নামে লীজ দেয়া হয়। লীজের পর থেকে তারা ওই সরকারী জমিতে বসবাস করে আসে। গত কয়েক দিন পূর্ব থেকে এক এলাকার প্রভাবশালীর প্রলোভনে লীজ গ্রহিতা গয়না বিবি জমিটি বিক্রির জন্য চেষ্ঠা করছে। এমন খবর এলাকার ভুমিহীনদের মধে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিটমাটের চেষ্টা করে ব্যর্থ হয়। সরকারী লীজকৃত জমি অন্যের কাছে হস্তান্তর থেকে বিবরত রাখার জন্য ভুমিহীনদের পক্ষ থেকে প্রতিন্ধী খাজা ময়েন উদ্দীন বাদী হয়ে জমি বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনা সঠিক হলে গয়না বিবির লীজ বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিতনি জানান।