রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা গ্রামকে বদলে দিলো ওরা ১৩ জন ব্যক্তি। যাদের অবদান দেখলে এই গ্রামকে মনে হবে শহররের কোনো এক মহল্লা। যে গ্রাম ছিল সবচেয়ে অবহেলিত। ওরা ১৩ জন তথা গ্রাম বাসীর সহায়তায় পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র। ৭২৯ টি পরিবার এ গ্রামে বাস করে প্রতিটি পরিবারের বাড়ির গেট পর্যন্ত রাস্তা পাকাকরণ। পানি ড্রেনেজ ব্যবস্থা, ডিপোজিট লাইনে সমস্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ, গ্রামে দুইটি মসজিদ অত্যাধুনিক ভাবে নির্মাণ, গ্রামের বিয়ে সহ-বিভিন্ন অনুষ্টানের জন্য ডেকোরেশন এর ব্যবস্থা, বিধবাকে বার্ষিক ২/৩ হাজার টাকা অনুদান, ১১ জন প্রতিবন্ধীকে একই হারে অনুদান ৫০ জন হতদরিদ্র পরিবারকে ৩/৪ হাজার অনুদান প্রদান সহ নানা মুখী গ্রামের উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে পুরো গ্রামকে সাজানো হয়েছে। গ্রামে সবার ঘরে এখন সুখ আর সুখ। খোর্দ্দঝিনা গ্রামে নেই কোন দলাদলি, আওয়ামীলীগ/ জাতীয় পাটি/ বি এন পি -সবাই এক কাতারে অবস্থান করছে। এই গ্রামে উন্নয়ন করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। যার উৎস ,, একতাই বল,, এই সূত্রে থেকে গ্রামের ৫ বিঘা সরকারী খাস জমি রয়েছে। এই জমি গ্রাম থেকে একক ভাবে কেউ লিজ নিতে পারে না গ্রামের পক্ষ থেকে যাকে লীজ দেওয়া হয় সে ওই জমি লীজ পায় ২/১ বার গ্রামের ওই ১৩ জনকে না জানিয়ে অন্য গ্রামের লোক লীজ নিয়েও পুকুর দখল নিতে পারেনি। এ জন্য এখন আর অন্য কোনো ব্যক্তি লীজ নিতে আসে না। উপজেলা খোর্দ্দঝিনা পুকুর ব্যবস্থাপনা উন্নয়ন কমিটি,, নামে এই সংগঠন ৮ বছর পূর্বে যাত্রা শুরু করে। অনেক প্রতিবন্ধতা পেরিয়ে এই সংগঠন হিসেবে আস্থা অর্জন করেছে। এই সংগঠনের সভাপতি জিন্নাত আলী জানান, সুন্দুর ভাবে বসবাসের জন্য গ্রামের সবাই মিলে কাজ করা হয়েছে। এখন গ্রামে বর্ণ শিক্ষার একটি স্কুল এই সংগঠক করবে। যে স্কুল থেকে বর্ণ শিক্ষা নিয়ে বাচ্ছারা স্কুলে যাবে। এই সংগঠনকে পরিচালনা করতে গ্রামের ৪ জন মান্যগণ্য ব্যক্তিকে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন -আহম্মদ আলী প্রাং, মোঃ শফির উর্দ্দিন প্রাং, মোঃ আজগর আলী, মোঃ শাহাদৎ হোসেন । মূল সংগঠনে রয়েছেন সহ-সভাপতি মোঃ আঃ হামিদ সরদার, মোঃ মোজাম্মেল হক, মোঃ জানবক্স প্রাং, মোঃ মেছের আলী, মোঃ আহাদ আলী, মোঃ আঃ জলিল, মোঃ আঃ খালেক, মোঃ আতাউর রহমান, ডাঃ মোঃ রুস্তম আলী (ক্যাশিয়ার) মোঃ রেজাউল করিম, মোঃ ফারুক হোসেন (সম্পাদক) এই গ্রামে ছোট একটি হাট বা বাজার রয়েছে। প্রতি রবিবার ও বুধবার হাট বসে। এই বাজারে শতাধিক দোকান ঘর রয়েছে। গ্রামের আশেপাশের গ্রামের মানুষ দোকানে কেনাকাটা করে। ফলে অবহেলিত গ্রামটি আজ আলো ছড়াচ্ছে।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …