Monday , December 23 2024
Breaking News

নৌকা বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক’ এস এম কামাল

মোঃ রেজাউল করিম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২০ রাত ৮টা ৩০ মিনিট।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন বলেছেন, নৌকায় ভোট দিয়ে দেশবাসী কখনো বঞ্চিত হয়নি। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নওগাঁ-৬ উপনির্বাচনে আগামী ১৭ অক্টোবর দিনভর নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকা বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতীক। দেশবাসী নৌকা প্রতীকে ভোট দেয় বলে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে এবং দেশ উন্নয়নের জোয়ারে ভাসে। যা অন্য কোনো সরকারের সময় হয়নি।

তিনি মঙ্গলবার ১৩ অক্টোবর বিকেলে নওগাঁর অত্রাই-রাণীনগর জাতীয় সংসদের উপনির্বাচন উপলক্ষে আত্রাই উপজেলা ভবাণীপুর ফুটবল মাঠে এক বিশেষ প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ৫ হাজার কোটি টাকা বাজেট নিয়ে সার্বিক উন্নয়ন প্রকল্প চালিয়ে যাচ্ছে। তাই দেশবাসী বারবার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। বিএনপির-জামায়াতের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয়। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এসে আত্রাই-রাণীনগরকে রক্তাক্ত জনপদে পরিণত করেছিল। সর্বহারা-জেএমবি দিয়ে শান্তির জনপদের মানুষের ওপর অত্যাচার, জুলুম চালিয়েছিল। করেছিল হত্যা, গুম। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আত্রাই-রাণীনগর এখন উন্নয়ন, নিরাপদ ও শান্তির জনপদে পরিণত হয়েছে

তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিশেষ কোনো গোষ্ঠীর কাছে মাথা নত করে না।

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে বিশেষ প্রতিনিধিসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুল মালেক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভীন, বাগমারাা উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত গোলাম সারওয়ার আবুল, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন আবুল এপিপি জর্জকোট রাজশাহী আত্রাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুুুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক মানিক প্রামাণিক প্রমুখ।

SHARE

About bnews24

Check Also

বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *