রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন আ,লীগের সাবেক -সাধারণ সম্পাদক ও আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এস এম ইয়াছিন আলী সরদারের উদ্যোগে বড়বিহানালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পড়ে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোমবার বিকালে ৪ টার সময় বড়বিহানালী ইউনিয়নের বড়বিহানালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পড়ে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে এস এম ইয়াছিন আলী সরদার। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বড়বিহানালী ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মাষ্টার ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন আ,লীগের সাবেক যুুুগ্ম-সাধারণ সম্পাদক মন্দিয়াল গ্রামের আঃ আলীম ( রতন), ইউনিয়ন আ,লীগের সদস্য সাইদ আলী, ৪নং ওয়ার্ড আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুর রহমান , ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোসলেম আলী , ৮নং ওয়ার্ডের সাবেক -সাধারণ সম্পাদক অখিল কুমার, ২নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি আঃ সামাদ মন্ডল, ৩নং ওয়ার্ড আ,লীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মাঝ গ্রামের আজিজার রহমান মেম্বার, হরিণমারা আ,লীগ নেতা আমজাদ হোসেন , মোরারীপাড়া রইচ উর্দ্দিন, জালাল উর্দ্দিন, প্রমুুুখঃ কম্বল বিতরণ অনুষ্টান পরিচালনা করেন, বড়বিহানালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম। বড়বিহানালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্রদের মাঝে প্রায় ২০০টি কম্বল বিতরণ করা হয়।