গত ২৭ জানুয়ারি ২০২১ শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে নিউজ ফেয়ার গ্রুপ তাদের নতুন প্রতিষ্ঠান “NF tv” এর যাত্রা শুরু করে । সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব সৈয়দ আবু হোসেন বাবলা (এম.পি),ঢাকা-৪, এবং এই অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন নিউজ ফেয়ার গ্রুপ ও স্বকাল চিত্র পত্রিকার সম্পাদক এবং “NF tv” এর ব্যবস্থাপনা পরিচালক জনাব টি.এ.কে আজাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ,সমাজ সেবক,শিল্পী ও কলা-কৌশলীগন ।কেক কাটার মধ্যে দিয়ে “NF tv” এর উদ্বোধন ও মুজিব বর্ষ এবং সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা শুরু হয় এবং সাংস্কৃতিক আনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানের সমাপ্তি হয়।
Check Also
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ
উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে …