রোববার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ সময় সন্ধা সাড়ে ৭ টা
মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
আগামী ইউপি নির্বাচনে- ঝিকরা ইউনিয়নের এর ইউপি সদস্য হিসেবে আ,লীগ মনোনীত প্রার্থী যুবলীগ নেতা মোঃ শাহিন আলম।
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে দৌড়-ঝাপ। ঝিকরা ইউনিয়ন ও এর ব্যতিক্রম নয়।
এই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে নতুন প্রার্থীদের নিয়ে ঝিকরা বাজার , রায়সেনপাড়া ও ঝিকরা এমপি,র মোড় চায়ের দোকানে সব খানেই নির্বাচনী আলোচনা। সবার একটাই চাওয়া যে, তাঁদের প্রতিনিধি যেন সৎ যোগ্য নীতিবান আদর্শবান হয়।
আসন্ন ইউপি নির্বাচন হওয়ায় সম্ভাব্য প্রার্থীরা দল থেকে মনোনয়ন নেয়ার জন্য নিজ যোগ্যতা যাচাইয়ের তৎপরতা শুরু করেছেন । এলাকাবাসীর মধ্যে দলমত নির্বিশেষে ১২ নং ঝিকরা ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ড ফৌজদারপাড়া গ্রামের এর ইউপি সদস্য প্রার্থী মোঃ শাহিন আলম এর নাম রয়েছে আলোচনায়।মোঃ শাহিন আলম ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ফৌজদারপাড়া গ্রামের বাসিন্দা । তিনি একজন,ব্যবসায়ী ,সমাজসেবক, যোগ্য, সৎ,সাহসী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ ও মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে বিস্তৃত সাংগঠনিক দক্ষতা ,তিনি বর্তমানে তিনি ঝিকরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের -সাধারণ সম্পাদক। এছাড়াও আরো অনেক সহযোগী সংগঠনের সাথে জড়িত। শাহিন আলম বলেন , আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে একটি সুন্দর দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড উপহার দেব ইনশাআল্লাহ। এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে, বাগমারা উপজেলা আ,লীগের সভাপতি ও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র হাতকে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষকে নিয়ে এই ০২ নং ওয়ার্ড ফৌজদারপাড়া, রায়সেনপাড়া ও ঝিকরা গ্রামটিকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।