না ফেরার দেশে পাড়ি জমালেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ক্লোরিস লিচম্যান।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
ক্লোরিস লিচম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মুখপাত্র মনিক মস বার্তা সংস্থা এপিকে জানান, ‘ক্লোরিস লিচম্যান ঘুমের মধ্যে মারা গেছেন। মৃত্যুর সময় তার মেয়ে দিনাহ এনগ্লান্ড পাশে ছিলেন।’
১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের এক গরিব ঘরে জন্ম হয়েছিল ক্লোরিস লিচম্যানের। সেখান থেকেই একসময় হলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন। সাত দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে বিচরণ করেছেন লিচম্যান।
বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ডসংখ্যক ৯টি প্রাইমটাইম এমি পুরস্কার, একটি ডেটাইম এমি পুরস্কার, একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি বাফটা পুরস্কার অর্জন করেছেন লিচম্যান। ১৯৪৬ সালে মিস শিকাগো হিসেবে ২০তম মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন লিচম্যাচ। প্রতিযোগিতায় শীর্ষ ষোলোতে স্থান করে নেন তিনি।
১৯৫৩ পরিচালক-প্রযোজক জর্জ ইংলান্ডের সঙ্গে বিয়ে হয় লিচম্যানের। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে।