মোঃ রেজাউল করিম বাগমারাঃ
একটি শোক সংবাদ ৮ মার্চ ২০২১ সোমবার- রাজশাহী জেলার বাগমার উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ গফুর মৃধা সকাল সাড়ে ৯ টায় ক্যানসার জনিত কারনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
মহুরম আঃ গফুুর মৃধা খালিশপাড়া গ্রামের মহুরম এছাহাক মৃধার ছেলে। মরহুমের জানাযার নামাজ সোমবার বেলা সাড়ে ৪ ঘটিকার সময় খালিশপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে অসংখ ধর্মপান মুসলিম শরীক হন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় (৬৩) বছর। মৃত্যু কালে তার দুই ছেলে,দুই মেয়ে ও স্ত্রী রেখে না ফেরার দেশে পরলোক গমন করেন। সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯ টা দিকে নিজ বাসভবনে তিনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা যুবলীগের -সাধারণ সম্পাদক আঃ জলিল মাষ্টার তিনি বলেন, ঝিকরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ,লীগের সাবেক -সাধারণ সম্পাদক মহুরম আঃ গফুর মৃধার মৃত্যুুতে আ,লীগের অপূরণীয় ক্ষতি হলো তিনি খুব ভাল মানুষ ছিলেন। আঃ জলিল মাষ্টার প্রয়াত আলহাজ্ব আঃ গফুুর মৃধার আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃৃষকলীগ সহ- স্থানীয় ব্যবসায়ী ও সুশিল সমাজ। তার মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।