ভারতের মাঠে দাপট দেখাচ্ছেন ইংল্যান্ডের বিদেশি ক্রিকেটাররা। ইংল্যান্ড দলের চার বিদেশির নৈপুণ্যে উড়ে গেল ভারত।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় শুক্রবার ৮ উইকেটের দাপুটে জয় পায় ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের জয়ের পর ভারতকে খোঁচা দিয়ে টুইট করেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক লেখেন- বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের চেয়েও বেটার রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।
মাইকেল ভনের এমন খোঁচার জবাব দেন ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান ওয়াসিম জাফর। তিনি লেখেন- সব দলের সৌভাগ্য হয়না চারজন বিদেশি নিয়ে খেলার।
ওয়াসিম জাফরের এমন টুইটের বাস্তবিক সততা হচ্ছে-আহমেদাবাদে ইংল্যান্ড যে দল নিয়ে মাঠে নেমেছে সেই দলে ছিলেন চারজন বিদেশি ক্রিকেটার। আর সেই বিদেশি তারকাদের পারফরম্যান্সে ভর করেই দাপুটে জয় পায় ইংল্যান্ড।
ভারতের বিপক্ষে সেই ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ইংলিশ পেসার জোফরা আর্চার। তিনি ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। জোফরার মতো ক্যারিবিয়ান দীপপুঞ্জে জন্ম ক্রিস জর্ডানের। তিনি প্রথম ম্যাচে শিকার করেন ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করা স্রেয়াশ আইয়ারের উইকেট।
কোহলিদের বিপক্ষে ১২৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ইংল্যান্ডের জয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার জেসন রয়। তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত। আর ইংল্যান্ডের জয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই অধিনায়ক ইয়ন মরগানও ইংল্যান্ডের ভাড়াটে ক্রিকেটার। আয়ারল্যান্ডে জন্ম নেয়া মরগান নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে; তার অধিনায়কত্বে সর্বশেষ বিশ্বকাপে ট্রফি জয়ের ইতিহাস গড়ে ইংল্যান্ড।
শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে ৪ উইকেট হারানো ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৪ রান করে।
মামুলি স্কোর তাড়া করতে নেমে জেসন রয়ের ব্যাটিং তাণ্ডবে ২৭ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পায় ইংল্যান্ড।