অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। লকডাউনের বিরুদ্ধে এটিই দেশটিতে সর্বশেষ বিক্ষোভ।
আইনশৃঙ্খলা ও কোভিড-১৯ নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর বাসসের।
বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্বও তারা মানছিল না। ডানপন্থী ফ্রিডম পার্টি আয়োজিত সমাবেশে যোগ দিতে তারা রাজধানীর কেন্দ্রস্থল হয়ে পার্কের দিকে চলে যায়।
দেশটি গত মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এখনও যে লকডাউন জারি রয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা হোটেল-রেস্তোরাঁ খোলার দাবি জানায়। এ ছাড়া তারা মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে। কিন্তু যারা চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ কমলে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে।
মার্চ মাসের শেষের দিকে ক্যাফে, রেস্তোরাঁ খুলে দিতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিতে প্রতিদিনের সংক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। শনিবার নতুন করে আড়াই হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।