Monday , April 21 2025
Breaking News

মেহেদীর জোড়া আঘাত

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে ভালো করার পর এবার বল হাতেও ভালো সূচনা করেছে টাইগাররা। শুরুতেই বাঁ হাতি পেসার মোস্তাফিজ মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেয়। একটু পর নিজের টানা দুই ওভারে হেনরি নিকোলস আর উইল ইয়ংকে আউট করে স্বাগতিক নিউজিল্যান্ডকে খানিকটা বিপদেই ফেলে দিয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাটিং করে টাইগারদের দেয়া ২৭১ রান তুলতে নিউজিল্যান্ড জবাবটা দিতে শুরু করেছিল ভালোই। ব্যাটিং-বান্ধব উইকেটে যখন গাপটিলকে নিয়ে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছিলো তামিমের কপালে, ঠিক তখনই মোস্তাফিজের কাটার দিয়ে কট আউট করে মাত্র ২০ রানে ঘরে ফেরান গাপটিলকে।

পঞ্চম ওভারের শেষ মোস্তাফিজের তৃতীয় ওভারের শেষ বলে বলে মোস্তাফিজের কাটার বুঝতে না পেরে হাওয়ায় বল তুলে দেন কিউই ব্যাটিং তারকা। বল এতই উঁচুতে উঠেছিল যে ক্যাচ ধরতে আর কাউকে এগিয়ে আসতে হয়নি। নিজের বলে নিজেই ক্যাচটি ধরেছেন মোস্তাফিজ।
গাপটিল-ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল নিউজিল্যান্ড। নিকোলস আর ডেভন কনওয়ে একটা জুটি গড়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই আঘাত অফ স্পিনার মেহেদীর। আগের বলটিতেই পরাস্ত হয়েছিলেন নিকোলস। সেই ভীতিতেই কিনা মেহেদীর পরের বলটি চোখেই দেখলেন না। মিডল আর অফ স্ট্যাম্পের ওপর পড়া বলটিতে ড্রাইভ খেলতে চেয়েছিলেন নিকোলস। বল তাঁকে ফাঁকি দিয়ে ভেঙে দেয় তার উইকেট।

মেহেদীকে খেলতে অস্বস্তি হয়েছে নিকোলসের। তবে তার বলে এক বাজে শট খেলেই আউট হয়েছেন নিকোলস। অফ ব্রেকে স্কুপ করার খেসারত দিয়েছেন উইল। তিনিও বোল্ড। ৫০ এর আগেই নিউজিল্যান্ডের ৩ উইকেট পড়লেও ২৫ অভার শেষে সংগ্রহ ১০৭ রান। কনওয়ে অপরাজিত আছেন ৩৮ রান করে। টম ল্যাথামের সংগ্রহ ৪০ বল খেলে ৩২রান।

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতার পর ক্রাইস্টচার্চে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তামিম-মিঠুনের দারুণ ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মো: মিঠুনের দুর্দান্ত ফিনিশিংয়ে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭১।মিঠুন ৫৭ বল খেলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুই ছক্কা। হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামা তামিম ফিফটি পেরিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। ৭৮ করার পর রান আউটের শিকার হন এই ওপেনার।

অবশ্য ফিফটির মাধ্যমে তামিম নাম লিখিয়েছেন অসাধারণ এক মাইলফলকে। ওয়ানডেতে পান ৫০তম ফিফটির দেখা। ব্যাটিংয়ে বাংলাদেশের মেরুদন্ড তিনি। দলের হয়ে ওপেন করেন। তামিম ইকবালই দীর্ঘদিন থেকে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে আছেন। নিউজিল্যান্ডের মাটিতে হলো আরেকটি রেকর্ড। দ্বিতীয় ওয়ানডেতে টাইগার অধিনায়কের ব্যাটে আসে ৭৮ রান। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম হিসেবে করলেন ফিফটির ফিফটি!

SHARE

About bnews24

Check Also

কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে রাজি

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাদের জন্য জাতীয় দলের দ্বার উন্মোচন করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডারের পরেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *