Monday , April 21 2025
Breaking News

রোনাল্ডোকে ‘না’ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দিচ্ছে জুভেন্টাস, শিগগিরই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি –  গত কয়েকদিন ধরে ইউরোপীয় গণমাধ্যম সয়লাব।

এমন সব খবরে রোনাল্ডোর ভক্তদের সঙ্গে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরাও।

কিন্তু শেষপর্যন্ত এক বক্তব্য দিয়েই ফুটবলপ্রেমীদের সব কৌতূহল মাটিতে মিশিয়ে দেয় স্প্যানিশ ক্লাব কর্তৃপক্ষ।  

রিয়াল মাদ্রিদ ক্লাবের বরাতে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, রোনাল্ডোকে ফেরানোর কোনোই সম্ভাবনা নেই আপাতত। রিয়াল মাদ্রিদের পরিচালকরা চান না পর্তুগিজ এই তারকাকে এ মুহূর্তে দলে ফেরাতে।  রোনাল্ডোকে একেবারে মুখের ওপর ‘না’ করে দিয়েছেন তারা।

উল্লেখ্য, জুভেন্টাসের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না।  পর্তুগিজ এই তারকাকে দলে ভেড়ালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ নেওয়া যাবে – এমন আশায় দুটি আসর পার করে দিয়েছে জুভেন্টাস।

সেই আশায় তিন বছর আগে ১১৩ মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল থেকে রোনাল্ডোকে কিনেছিল জুভেন্টাস।

দলের হয়ে ৯৫ গোল করলেও কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে পারেননি সিআরসেভেন। যে কারণ রোনাল্ডোকে তুরিন ছাড়তে হতে পারে বলে গুঞ্জন রটে।

গুঞ্জনকে আরও চাঙা করেন রোনাল্ডোর এজেন্ট হোর্হে মেন্ডেজ।  

কয়েক সপ্তাহ আগেই আনুষ্ঠানিকভাবে রোনাল্ডোর বিষয়ে রিয়াল মাদ্রিদের কাছে প্রস্তাব দেন তিনি। জুভেন্টাসও নাকি রোনাল্ডোকে ছাড়তে রাজি। 

SHARE

About bnews24

Check Also

কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে রাজি

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাদের জন্য জাতীয় দলের দ্বার উন্মোচন করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডারের পরেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *