করোনাভাইরাসের কারণে এক বছর পেছানো হয়েছিলো ইউরো চ্যাম্পিয়নশিপ। সেটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের জুন-জুলাইয়ে। শুক্রবার (৯ এপ্রিল) নতুন করে দর্শকদের জন্য সুখবর দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।
সবাই ধরে নিয়েছিল সবাই ধরেই নিয়েছিল ইউরোর খেলা টেলিভিশনের পর্দায়ই দেখতে হবে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়ার মতো দলগুলোর লড়াই। কারণ ফুটবল মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিলো।
এবার উয়েফা জানিয়েছে, ইউরো-২০২০ এর ১২টি ভেন্যুর ৮টিতে দর্শক প্রবেশের সুযোগ পাবেন। সেগুলো হলো আমস্টারডাম, বাকু, বুচারেস্ট, বুদাপেস্ট, কোপেনহেগেন, গ্লাসগো, লন্ডন ও সেইন্ট পিটার্সবার্গ।
তবে অবশ্য ভেন্যুগুলোতে দর্শকদের কিভাবে প্রবেশের সুযোগ দেওয়ায় হবে সে বিষয়ে তাদের জানানোর জন্য বলেছে উয়েফা।
প্রত্যেকটি ভেন্যুর ধারনা ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করা যাবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় কোনও কোনও ভেন্যুতে চাইলে আরো বেশি দর্শকও প্রবেশের সুযোগ দেওয়া যাবে।