বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের গ্রামীণ রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে ।
রবিবার (২৭ জুন) সকাল ১০ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়নের ছোট মাধাইমুড়ি ও মাননীয় সংসদ সদস্য এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক,র সহযোগিতায় রনশিবাড়ি হইতে নারায়নবাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তার পাকা করণের কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুুল হামিদ ফৌজদার।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের -সভাপতি প্রভেসর আবুুল কালাম আজাদ। ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারমান ও ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ মানিক প্রামানিক। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ- -সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, আহম্মদ আলী, সির্দ্দিকুু রহমান, কুসুম বিবি, ,আওয়ামীলীগ নেতা মোঃ জহুরুল ইসলাম, যুুুবলীগ নেতা আজিজুুল হক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, প্রমূখ
উদ্বোধন শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।