Monday , December 23 2024
Breaking News

বাগমারা ঝিকরায় ৩০০ জন পরিবারের মাঝে চাউল বিতরণ

বাগমারা সংবাদদাতাঃ ক্রমে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।  করোনা শুরুতে মহামারি আকার  নিলেও তৃতীয় ঢেউ এসে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ উপজেলা ও গ্রাম পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার গরীব মানুষের কথা বিবেচনা করে রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের ৩০০জনের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। করোনাকালে বেকার হয়ে পড়া দুঃস্থ পরিবারের মধ্যে এসব চাউল বিতরণ করা হয়। ১২ জুুলাই ২০২১ সোমবার সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে চাউল বিতরণরে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুুল হামিদ ফৌজদার।  এসময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের তদারকি ও বিতরণ কাজে অংশ নেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা এবং উপজেলা কৃৃষি উপ-সহকারী অফিসার মাহমুদুল হাসান। এ সময় আরো উপস্তিত ছিলেন ঝিকরা    ইউনিয়ন আওয়ামী লীগের -সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুুুক্তাদিরুল ইসলাম  সোহাগ ও সহকারী সচিব মানিক, ইউনিয়ন পরিষদের সদস্য এবং ত্রাণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়েনর করোনাকালে অসহায় হয়ে পড়া ৩০০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

চেয়ারম্যান আব্দুুল হামিদ ফৌজদার জানান,  ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগ ও  পরিষদের সদস্য ও ত্রাণ কমিটির লোকজনের মাধ্যমে তালিকা তৈরি করে এবং পরে যাছাই- বাছাই করে তাদের মধ্যে চাউল বিতরণ করা হয়।

SHARE

About bnews24

Check Also

বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *