বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরায় ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।
১৫ আগস্ট ( রবিবার ২০২১ ) সকাল ১১ টার সময় ঝিকরা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্টানে ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আ,লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভেসর আবুল কালাম আজাদ,ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম উজ্জল আহবায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কমান্ড কাউন্সিল, ডি এম নাজমুল সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ, ফখরুদ্দিন মোঃ আগা খান যুগ্ম-সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ, মোঃ রাশেদ কবীর প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ঝিকরা, মোঃ মাহাতাব উদ্দিন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ঝিকরা, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী। এ সময় আরো উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের -সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক প্রামানিক, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ মোসারফ হোসেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারনে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তারই আদর্শকে রূপদান দিতে মরিয়া হয়ে কাজ করে চলেছে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। আগামীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা জনগনের পাশে থাকবে ইনশাল্লাহ। পরবর্তিতে ১৫ আগষ্টের সকলে শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও খাবার বিতরণ করে অনুষ্ঠান থেকে বিদায় নেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্টান পরিচালনা করেন মোঃ মাহফুজুর রহমান রানা আহবায়ক ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধার সন্তান সংসদ।