একসময় তারা তিনজন খেলতেন বার্সেলোনায়। তখন এই তিনে মিলে ক্লাবটির দুর্ধর্ষ আক্রমণভাগ ছিল। যাদের একসঙ্গে বলা হতো ‘এমএসএন’। এরপর সময় বদলে দিয়েছে সবকিছু। নেইমার অনেক আগেই চলে গেছেন পিএসজিতে। গত বছর বার্সা ত্যাগে বাধ্য হয়ে আতলেটিকো মাদ্রিদে গেছেন লুইস সুয়ারেস। আর কিছুদিন আগে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু তাদের বন্ধুত্ব তো আর নষ্ট হয়নি।
মাঝেমধ্যেই বার্সার সাবেক এমএসএন ত্রয়ীকে একসঙ্গে দেখা যায়। মেসি বার্সা ছাড়ার দুই সপ্তাহ পর আবারও এই তিনজনকে দেখা গেল একসঙ্গে। সুয়ারেসের ডাকে আবার বার্সেলোনায় গিয়েছিলেন মেসি-নেইমার। দুজনে এক ক্লাবে খেললেও আলাদা আলাদা প্রাইভেট জেটে চেপে বার্সেলোনায় যান। এরপর স্তেলদেফেলসে লুইস সুয়ারেস ও তার পরিবারের সঙ্গে ডিনার পার্টিতে যোগ দেন মেসি-নেইমার। তাদের সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।
ফরাসি লিগের নতুন মৌসুমে নেইমার বিশ্রামে আছেন। মেসি অনুশীলনে নামলেও এখনো পিএসজির জার্সিতে অভিষেক হয়নি। সুয়ারেস অবশ্য ছুটিতে নেই। আগামীকাল রবিবার এলসের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের জার্সিতে তিনি মাঠে নামবেন। দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতেই তিনি ছুটি নিয়েছিলেন। এদিকে প্যারিসে এখনও হোটেলে থাকছেন মেসি। বাড়ি ভাড়া করার চেষ্টা চলছে। অন্য একটি সূত্র বলছে, বার্সেলোনা থেকে তার বাড়ির জিনিসপত্র প্যারিসে নিয়ে যেতেই নাকি মেসি এই ভ্রমণে এসেছিলেন।