তালেবানরা কারো সঙ্গে কোন প্রতিশোধমূলক আচরণ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, গত কয়েকদিনে তালেবান শাসনের বিরোধী এবং বিগত সরকার ও বিদেশিদের সঙ্গে কাজ করত তাদের উপর হামলার ঘটনা ঘটেছে।
জার্মানি সংবাদ মাধ্যম ডয়চে ভেলের একজন আফগান সম্পাদক জানিয়েছেন, তালেবানরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে পরিবারের এক সদস্যকে হত্যা করেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, গত জুলাইতে নয়জন হাজারা নৃ-গোষ্ঠীর সদস্যকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এদের মধ্যে ছয়জনকে গুলি করে ও তিনজনকে নির্যাতন করে মেরে ফেলে তালেবানরা।
অ্যামনেস্টি বলছে, এমন আরো অনেক ঘটনা ঘটতে পারে যার খবরই পাওয়া যাচ্ছে না৷ কেননা তালেবানরা বিভিন্ন জায়গা দখলের পর সেখানকার মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে যাতে মানুষ বাইরে যোগাযোগ করতে না পারে এবং কী ঘটছে তা সম্পর্কে গোটা পৃথিবী যাতে অন্ধকারে থাকে।
এদিকে জাতিসংঘের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা সাবেক সরকারি কর্মকর্তা, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে।