ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট নৌ-বন্দর সংলগ্ন নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবিতে দুজন নিখোঁজ হয়েছে। ফরিদপুরের ফায়ার সার্ভিস তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মনিরুল ইসলাম জানান, তার স্কুলের ইংরেজির শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬জন শিক্ষকের একটি দল বিকেলে ট্রলারে করে পদ্মা নদীতে ভ্রমণে যায়। ট্রলারটি ফেরার পথে প্রচন্ড স্রোতের কবলে পড়ে দুর্ঘটনা ঘটে। অন্যরা সাঁতরে পারে উঠতে পারলেও সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন নিখোঁজ রয়েছেন।
নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে ব্যহত হচ্ছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুবাস বাড়ৈ জানান, খবর পেয়ে জেলা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। রাত ৮টা পর্যন্ত ওই দুই শিক্ষকের কোনো খোঁজ পাওয়া যায়নি।