বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের মদাখালী হাট বা বাজারে প্রত্যন্ত এলাকায় ওয়ালটন এর পণ্য পৌছে দিতে এবার আয়োজন করা হলো ওয়ালটন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা অনুষ্টিত হয়। (রোববার ২৯ আগষ্ট ২০২১) সকাল ১০ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা মদাখালী হাট বা বাজারে একদিনের জন্য এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। মেলার প্রদর্শনীতে ফ্রিজ, টেলিভিশন সহ ওয়ালটনের যাবতীয় ইলেকট্রনিক্স সামগ্রী স্থান পায়। এতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ অতি সহজেই নগদ কিংবা কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুযোগ পায়।
ওয়ালটন প্লাজা-ভবানীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ শহিদুল্লাহ আল-মামুন সার্বিক ব্যবস্থাপনায় প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মদাখালী বাজার পরিচালনা কমিটির -সভাপতি মোঃ আতাউর রহমান ও সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মাষ্টার, ওয়ালটন প্লাজার -ভবানীগঞ্জ শাখার ডিপুটি ম্যানেজার মোঃ নয়ন আলী, -ভবানীগঞ্জ শাখার এক্সিউটিভ মোঃ আলমগীর হোসেন, কমিটির সদস্য মোঃ জাকির হোসেন সহ- এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ।
Check Also
জামায়াত নেতাদের বৈঠক সুইস রাষ্ট্রদূতের সঙ্গে
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত মি. রেতো সিজফ্রিয়েড রেঙ্গলির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর …