ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সোহাগ নামে তার এক ফুফাতো ভাই আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর উপজেলার শ্রীপুর ইউনিয়নের পশ্চিম পদুয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
জানা গেছে, জাহাঙ্গীর মঙ্গলবার দুপুরে তার ফুফাতো ভাই সোহাগসহ মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের মিয়াবাজার নামকস্থানে পৌঁছলে পিছন থেকে অজ্ঞাতনামা একটি লড়ি তাদের বাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় জাহাঙ্গীর ও তার ফুফাতো ভাই সোহাগ মহাসড়কের ওপর পড়ে থাকলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার জানান, জাহাঙ্গীর গত ৬ মাস আগে সৌদি থেকে ছুটিতে দেশে আসেন। কুমিল্লায় আত্মীয়ের বাসায় যাওয়ার সময় মিয়াবাজারে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। জাহাঙ্গীর এক ছেলে ও এক মেয়ের জনক বলেও তিনি জানান।