বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ৪নং বড়বিহানালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক -সাধারণ সম্পাদক ও আ,লীগ নেতা মোঃ ইয়াছিন আলী সরদার। মতবিনিময় সভায় ইউনিয়নের সকল গ্রাম মহল্লাকে স্বাস্থ্য, শিক্ষা, বিশুদ্ধ পানি ব্যবস্থা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও উন্নত চিকিৎসা বা সেভ ডেলিভারী সুবিধা দিতে বিশেষ উদ্যোগ নেয়া, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা, বয়স্কদের জন্য বয়স্কভাতা, বিধবাদের জন্য বিধবাভাতার কার্ড প্রদান করে একটি দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছন এ চেয়ারম্যান প্রার্থী।
সকল প্রকার উন্নয়নের প্রত্যয়ে নিয়ে ইউনিয়ন পরিষদ গড়া’র অঙ্গিকারে জনগণের দারস্থ হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগে’র সাবেক -সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইয়াছিন আলী সরদার। প্রতিদিনই নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় সভা, পথসভা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করছেন চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী সরদার।
নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াছিন আলী সরদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র হাতকে শক্তিশালী করতে আমি ৪নং বড়বিহানালী ইউনিয়নকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত করবো। ইউনিয়নবাসির কল্যাণে জণগণের পাশে থেকে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমিও আজীবন জনগণের পাশে থেকে মানুষের সেবা করতে চাই। রাজনীতি সম্পর্কে তিনি বলেন, আমি বর্তমানে বড়বিহানালী ইউনিয়েন আওয়ামী লীগের সাবেক -সাধারণ সম্পাদক ও আ,লীগের কর্মী হিসাবে বর্তমান সরকারে সকল প্রকার উন্নয়ন মূল কর্মকান্ডের ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে সহযোগিতা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা নিশ্চিত করবো। এছাড়া নারীদের স্বাস্থ্য সেবার মান বাড়াতে, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও উন্নত চিকিৎসা বা সেভ ডেলিভারী সুবিধা দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি, বয়স্কদের জন্য বয়স্কভাতা, বিধবাদের জন্য বিধবাভাতার কার্ড প্রদানসহ সাধারণ মানুষের সকল সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করবো। সকল প্রার অনিয়ম ও দুর্নীতির উর্ধে থেকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করবো।
তিনি আগামী দিনেও ইউনিয়ন বাসির সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণের পাশে থাকতে চান। তিনি সকলে দোয়া প্রার্থী।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …