ইসলামাবাদ থেকে কাবুল বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বা পিআইএ। এএফপিকে এক মুখপাত্র জানিয়েছেন, আগামি সপ্তাহ থেকেই এই ফ্লাইট চালু হচ্ছে। গত মাসের মাঝামাঝি সময়ে কাবুল দখল করে তালেবান। সেসময় তাড়াহুড়া করে বিদেশি নাগরিক ও দেশ ছাড়তে চাওয়া আফগানদের উদ্ধার করতে এই কাবুল বিমানবন্দর ব্যাবহার করা হয়। সেসময় বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়।
এরপরে কাতারের সহায়তায় তালেবান পুনরায় সেই বিমানবন্দরটি চালু করেছে। এএফপিকে পিআইএ মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ খান বলেন, আমরা ফ্লাইট পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সব অনুমতি পেয়ে গেছি। আগামি ১৩ সেপ্টেম্বর আমাদের প্রথম বাণিজ্যিক বিমান ইসলামাবাদ থেকে কাবুলের উদ্দেশ্যে উড়ে যাবে। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন হাফিজ খান।
তিনি বলেন, মানবিক সহায়তা সংস্থা ও সাংবাদিকদের কাছ থেকে আমরা ফ্লাইট পরিচালনার বিষয়ে ৭৩টি অনুরোধ পেয়েছি। এটি খুবই আশাব্যঞ্জক।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার কাবুল থেকে মার্কিন নাগরিকসহ ১১৩ বিদেশিকে নিয়ে কাতারের রাজধানী দোহায় পৌঁছায় কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। গতকাল শুক্রবারও কাবুল থেকে তুরস্কের একটি ফ্লাইট উড়ে যায়। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়।