বাগমারা প্রতিনিধিঃ
আসন্ন ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বাগমারা উপজেলা আ,লীগের সহ–সভাপতি এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২১) উপজেলার ঝিকরা ইউনিয়নের চকসেউজবাড়ি বাজার, কালিগঞ্জ বাজার, ঝিকরা বাজার, রণশিবাড়ি বাজার, রায়নগর বাজার ও প্রতিটি ওয়ার্ডে ও সড়কে মটরসাইকেলে করে নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলা আ,লীগের সহ- -সভাপতি এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল। ও তার কর্মী সমর্থকবৃন্দ।
এ সময় প্রায় ৫০ টি মটরসাইকেল নিয়ে এ্যাডঃ আফতাব উর্দ্দিন এর সমর্থকবৃন্দ গণসংযোগ করলেও তিনি একটি মোটরসাইকেল হাত নেড়ে নেড়ে সকলকে সালাম জানান ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট চান।
গণসংযোগটি ঝিকরা বাজার হয়ে চকসেউজবাড়ি বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাজারে এসে শেষ হয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল বলেন, মানুষের সাথে মিলেমিশে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আর তাই এই ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস ও অবৈধ কর্মকান্ড নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চাই। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে আমাকে ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন থেকে বঞ্চিত হতে হবে না।
গণসংযোগকালে তিনি আরও বলেন, তিনি ছাড়া যদি প্রধানমন্ত্রী অন্য কাউকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তবে দলের স্বার্থে তার পক্ষেও কাজ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। কারণ তিনি নৌকার সাথে ছিলেন, নৌকার সাথে আছেন এবং নৌকার সাথেই জীবনের বাকি সময়টা কাটিয়ে দিতে চান।
যেহেতু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধারাবাহিকভাবে জনগণের জীবনমান উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। সাধারণ মানুষ শান্তিতে আছে। সেহেতু এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং ঝিকরা ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।