দেশে মোটা চালের দাম বাড়ছে না। সরু চালের দাম বাড়ছে। কারণ মানুষের আয় বাড়ায় সরু চালের চাহিদা বেড়েছে। মোটা চাল এখনো ৪০-৪২ টাকা কেজি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক। বুধবার (৯ মার্চ) এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারের কারণে মানুষের একটু কষ্ট হচ্ছে। বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়তে শুরু করেছে। বাংলাদেশেও পণ্যের দাম বাড়ছে। তবে আমাদের যে খাদ্য মজুত এবং উৎপাদন তাতে খাদ্যের কোনো সংকট বা হাহাকার হবে না। মার্চ-এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। তখন সমস্যা আরও কেটে যাবে।
দেশে পণ্যের দাম বেড়ে যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, আমি আবারও বলছি। আপনারা অনেকে আমার সঙ্গে নাও এগ্রি করতে পারেন। আমি গতকাল টেলিফোন করে কক্সবাজারেও কথা বলেছি। তারা বলছে, মোটা চালের দাম বাড়ছে না। এটার দাম গত এক দেড় মাস যাবত ৪০-৪২ টাকার মধ্যেই আছে। সরু চালের দাম বাড়ছে, সরু চালের আসলেই ঘাটতি আছে। মানুষের ইনকাম বেড়েছে। এজন্য মানুষের মধ্যে চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে।
তিনি আরও বলেন, আমরা আমাদের গরিব মানুষকে সহায়তা দিচ্ছি। মানুষের একটু তো কষ্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারের কারণে। আগামী এপ্রিলে তো আমরা বড় ফসলের মৌসুম পাবো। আশা করছি, কোনো সমস্যা হবে না।
কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা এখন পাইপ দিয়ে সেচ করতে চাই। এক্ষেত্রে অনেক বিনিয়োগ দরকার। আমরা লবণাক্ত অঞ্চলে বিভিন্ন শস্য করতে যাচ্ছি। আশা করি, এসব ক্ষেত্রে এফএও আমাদের কারিগরি সহায়তা দেবে। এ সময় কৃষি সচিব মো. সায়েদুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত।