Saturday , January 11 2025
Breaking News

বাগমারায় খোর্দ্দঝিনা পশ্চিমপাড়া মদাখালী হাট ও বাজার জামে মসজিদের বার্ষিক ইসলামী জালসা আগামী বুধবার।

 বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা  উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা পশ্চিমপাড়া মদাখালী  হাট-বাজার জামে মসজিদের আয়োজনে বার্ষিক বিরাট ইসলামী জালসা। আগামী ১৬ মার্চ ২০২২ ইং ২রা চৈত্র ১৪২৮ বাংলা। রোজ  (বুধবার) বাদ আছর হইতে শেষ মোনাজাত পর্যন্ত । খোর্দ্দঝিনা পশ্চিমপাড়া মদাখালী  হাট-বাজার  মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হবে।
জালসায় কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন প্রধান বক্তাঃ জনাব আলহাজ্ব  মাওলানা মোঃ জিজারুল ইসলাম,(জিজার) রানীনগর, নওগাঁ। 
অনুষ্ঠানে আরও তাফসির প্রেস করবেন দ্বিতীয় বক্তাঃ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম (মছির), এম,এম,(হাদিস) (ইসলামী ষ্টাডিজ) আরবী প্রভাষক, শ্রীপুর রামনগর আলিম মাদ্রাসা।

এছাড়াও তৃতীয় বক্তাঃ অন্ধ হাফেজ মাওলানা মোঃ শাহাজাহান আলী, কালিগ্রাম, বাগমারা, রাজশাহী। এ ছাড়াও চতুর্থ বক্তাঃ মাওলানা মোঃ  মুনছুর রহমান প্রামানিক, ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা। -সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন।

উক্ত ইসলামী জালসায় দেউলিয়া গ্রামের জনাব আলহাজ্ব খন্দকার মোঃ নওশের আলী এর সভাপতিত্বে জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আহম্মদ আলী প্রামানিক-খোর্দ্দঝিন, বাগমারা, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব ইঞ্জিনিয়ার মোঃ কাজেম হোসেন, সহকারী ব্যবস্থাপক (প্রকৌশলী) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশেষ অতিথি- জনাব আলহাজ্ব মোঃ আকরামুল ইসলাম,উপাধ্যক্ষ ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা, জনাব মোঃ সেফাতুল্লাহ সহকারী শিক্ষক ঝাড়গ্রাম নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ আঃ আলীম,  জনাব মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গুনিয়াডাঙ্গা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ রেজাউল করিম, এস আই, কহিতপাড়া, জনাব ডি,এম সাইফুল ইসলাম প্রভাষক, সালেহা ইমারত ডিগ্রী কলেজ, জনাব মোঃ সেকেন্দার আলী বি,এস,সি কুদাপাড়া দাখিল মাদ্রাসা, জনাব মোঃ হাবিবুর রহমান সভাপতি ৫নং ওয়ার্ড আ,লীগ, জনাব মোঃ শহিদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ফিসফিড এগ্রোঃ লিঃ জনাব মোঃ আবু বক্কর সির্দ্দিক সাবেক ইউপি সদস্য কহিতপাড়া প্রমুখ। সম্মানিত অতিথি বৃন্দঃ- জনাব মোঃ রফিকুল ইসলাম নব-নির্বাচিত চেয়ারম্যান ১২নং ঝিকরা ইউপি, জনাব মোঃ মানিক প্রামানিক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ঝিকরা ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা  জনাব মোঃ আঃ সালাম প্রামানিক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝিকরা ইউপি, মোঃ আঃ মজিদ প্রাং এফ পি আই বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স, মোঃ মোজাম্মেল হক ঝিকরা উপ-সহকারী কমিউনিটি অফিসার, মোঃ আঃ হালিম প্রামানিক ( সি এইচ সিপি) গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক প্রমুখ। উপদেষ্টা মন্ডলীঃ- মোঃ শফির উর্দ্দিন, মোঃ আঃ হামিদ সরদার, মোঃ আবেদ আলী,মোঃ আঃ মালেক, জনাব মোঃ  শহিদুল ইসলাম প্রভাষক, আত্রাই কারিগরি কলেজ, খোর্দ্দঝিনা, মোঃ খলিলুর রহমান সাবেক ইউপি সদস্য, ঝাড়গ্রাম, মোঃ জিন্নাত আলী খোর্দ্দঝিনা, জনাব মোঃ আবু সাইদ খাঁ বিশিষ্ট ব্যবসায়ী ঝাড়গ্রাম প্রমুখ। সহ- সভাপতি- জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফছার আলী মোল্লা, জনাব মোঃ জহির উর্দ্দিন প্রভাষক সালেহা ইমারত ডিগ্রি কলেজ, মোঃ আব্দুল জলিল মাষ্টার -সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা যুবলীগ, জনাব মোঃ সুলতান আহম্মেদ অফিসার গ্রামীণ ব্যাংক রাজশাহী,প্রমুখ। সম্মানিত বণিক সমিতির অতিথি বৃন্দঃ- মোঃ আতাউর রহমান সভাপতি, মোঃ সাজেদুর রহমান সহ- সভাপতি, মোঃ মিজানুর রহমান -সাধারণ সম্পাদক মা-ফার্মেসী, মোঃ জাকিরুল ইসলাম, মোঃ রহিদুল ইসলাম, মদাখালী বাজার  প্রমুখঃ সম্মানিত হিতৈষী ব্যাক্তিবর্গঃ মোঃ জানবক্স প্রামানিক, মোঃ দেলবর হোসেন,মোঃ জহুরুল ইসলাম, ডাঃ মোঃ এমদাদুল হক, ডাঃ সাইদুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন,মোঃ জালাল উর্দ্দিন সহ-  সর্ব সাং খোর্দ্দঝিনা। এ ছাড়াও জালসায় এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ  উপস্থিত থাকবেন। বিঃদ্রঃ – মহিলাদের পর্দায় বসার সু-ব্যবস্থা আছে। প্রচারনা ও ব্যবস্থাপনায়ঃ- অত্র মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ ও গ্রামবাসী। মসজিদ কমিটির উপদেষ্টা জনাব মোঃ শাহাদৎ হোসেন নব-নির্বাচিত  ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড। আহবায়কঃ- মোঃ মুনছুর রহমান-সভাপতি অত্র জামে মসজিদ। বিঃদ্রঃ সরকারী বিধি মেনে চলুন, নিদিষ্ট দুরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। 

SHARE

About bnews24

Check Also

বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *