মেক্সিকোতে গত রবিবার গুলিবিদ্ধ হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশের অ্যাটর্নি জেনারেলের দপ্তর (এফজিই) থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মিচোয়াকান প্রদেশের লাস তিনাহাস শহরে রবিবার রাতে এক অনুষ্ঠানে বন্দুক হামলায় ওই নিহতের ঘটনা ঘটে। এফজিইর বিবৃতিতে বলা হয়, নিহত ১৯ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী।
বিজ্ঞাপনঘটনায় আরো অনেকে আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুক হামলার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। মিচোয়াকান ও এর প্রতিবেশী প্রদেশ গুয়ানাহুয়াতো মেক্সিকোর সবচেয়ে অস্থির প্রদেশ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অনবরত প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রদেশ দুটির অস্থিতিশীলতার কারণ।