Monday , April 21 2025
Breaking News

চাটখিলে একটিভ ফাউন্ডেশানের উদ্যোগে দুস্থদের মাঝে চেক ও খাদ্য সামগ্রী বিতরণ

আবুল বারাকাত, চাটখিল (নোয়াখালী): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিলে একটিভ ফাউন্ডেশানের উদ্যোগে গতকাল শনিবার সকালে চাটখিলস্থ ফাউন্ডেশানের নিজস্ব কার্যালয়ে চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং একটিভ গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও চেক এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভার মোট ৫৭ জন দুস্থ’র মাঝে ২লক্ষ ৪৫ হাজার টাকার চেক ও ১০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একটিভ ফাউন্ডেশানের সমন্বয়কারী ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চলনায় উক্ত সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাব সভাপতি মো.হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, সাবেক সভাপতি দিদারুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবু নাছের মঞ্জু, চ্যানেল টুয়েন্টিফোরের আকবর হোসেন সোহাগ, যমুনা টিভির মোহতাসিম বিল্লাহ সবুজ, বিটিভির ফয়জুল ইসলাম জাহান ও একটিভ ফাউন্ডেশানের সমন্বয়কারী মিজানুর রহমান বাবর।মতবিনিময় সভায় একটিভ ফাউন্ডেশান চেয়ারম্যান চাটখিল-সোনাইমুড়ি উপজেলার জনগণের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণে একটিভ ফাউন্ডেশান প্রতিষ্ঠিত হয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান।

SHARE

About bnews24

Check Also

তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *