সোনাক্ষী সিনহার বিয়ের জল্পনা তুঙ্গে। সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। সেই ছবিতে তার হাতের আঙুলে আংটি জ্বলজ্বল করছে। এ থেকে নেটিজনরা ধারণা করছেন, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন এই বলিউড সুন্দরী।
নেটাগরিকদের ধারণা আরও পাকা-পোক্ত করেছে প্রকাশিত ছবির ক্যাপশন। তিনি লিখেছেন, ‘আমার জন্য খুব বড় দিন। স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই খুব তাড়াতাড়ি। এই পথ যে এত সহজ, তা ভাবতেও পারিনি।’
তবে একটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এমন ক্যাপশন লিখেছেন তিনি। এটা আসলে একটি কৌশল। অনুরাগীদের মনে কৌতূহল তৈরির জন্য এটা করেছেন।
বহুদিন ধরেই বলিউডের অলিতে-গলিতে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী! যদিও এই জল্পনায় শিলমোহর দেননি সোনাক্ষী বা তার পরিবারের কেউ।