Monday , April 21 2025
Breaking News

পুলিশ সদস্যকে পিটুনি অপহরণে বাধা দেওয়ায়

বগুড়ায় প্রকাশ্যে এক বৃদ্ধকে অপহরণের সময় বাধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের চকলোকমান শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বগুড়া শহরের মালতিনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী রতন, রেজা, ফারুকসহ অন্তত সাতজন বিকেলে শ্যামলী মোড় থেকে এক বৃদ্ধকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় জেলা বিশেষ শাখার (ডিএসবি) ওয়াচার কনস্টেবল আব্দুল খালেক মোটরসাইকেলযোগে ওই পথ দিয়েই যাচ্ছিলেন।

বিজ্ঞাপনতিনি অপহরণের দৃশ্য দেখে প্রতিবাদ করলে সন্ত্রসীরা আব্দুল খালেককে পিটিয়ে গুরুতর আহত করে এবং রামদা দিয়ে কুপিয়ে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে। স্থানীয় লোকজন এ দৃশ্য দেখলেও ভয়ে কেউ এগিয়ে যাননি। খবর পেয়ে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে পৌঁছে আব্দুল খালেককে উদ্ধার করেন। ততক্ষণে ওই বৃদ্ধকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তারা সংগ্রহ করেছেন। সেখানে অপহরণের দৃশ্যটি দেখা গেছে। তবে ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি। কনস্টেবল খালেক তাদের বাধা দেওয়ায় তাকে পিটিয়ে আহত করা হয়। এ ছাড়া রামদা কুপিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করা হয়।

SHARE

About bnews24

Check Also

তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *