বর্তমান আওয়ামী লীগ সরকার সারের উৎপাদন ও আমদানি অব্যাহত রেখেছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, গত ১৩ বছরে সারসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো সংকট হয়নি। সারের দাম বাড়ায় বিএনপিসহ কিছু বাম দলের উদ্বেগ চরম নির্লজ্জতার প্রমাণ।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সারের দাম বৃদ্ধি নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপির শাসনামলে সারসহ কৃষি উপকরণের চরম সংকট ছিল। বিএনপি তাদের সময়ে কৃষককে সার দিতে না পেরে পালিয়ে পালিয়ে বেড়িয়েছে। সারের জন্য বিএনপি সরকার ১৯৯৫ সালে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সারের উৎপাদন ও আমদানি অব্যাহত রেখেছে। গত ১৩ বছরে সারসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো সংকট হয়নি।