গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় সর্বমোট পাশের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মঙ্গলবার ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছেন।
এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ৭৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ৮ দশমিক ৭৫।’
প্রথম স্থান অধিকার করেছেন ইশিকা জান্নাত। তার রোল ৫২৮৯৩৪ ও কেন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তার কলেজ ছিলো কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ।
তিনি আরও জানান, ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন ৪২ হাজার ১ শত ১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৭৩ জন যা মোট আবেদনকারীর ৯২ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়াও অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১ শত ৭ জন অর্থাৎ ৭ দশমিক ৩৭ শতাংশ।
‘ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ২২ হাজার ২২৮ জন। যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৫৯ দশমিক ৪৫ শতাংশ। এ ছাড়া অকৃতকার্য হয়েছেন ১৫ হাজার ৮৩৯ জন। অর্থাৎ পরীক্ষার্থীদের ৪০ দশমিক ৫৪ শতাংশ। অকৃতকার্য সকলেই ৩০ এর কম নম্বর পেয়েছেন। এদিকে ৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছ। যা মোট পরীক্ষার্থীর ০.০১ শতাংশ৷ এদের মধ্যে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লিখায় ১ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লিখায় ৩ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।’
গুচ্ছভুক্ত টেকনিক্যাল সাব কমিটির একাধিক সূত্র জানায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০ ও এর উপরে পেয়েছেন ২৬ জন, ৭৫ ও এর উপরে পেয়েছেন ১৬৩ জন, ৭০ এর উপরে পেয়েছেন ৫৭৯ জন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ১৪৮৫ জন, ৬০ ও এর উপরে পেয়েছেন ৩১৩৯ জন, ৫৫ ও এর উপরে পেয়েছেন ৫৪৮৫জন, ৫০ ও এর উপরে পেয়েছেন ৮২৬৮ জন, ৪৫ ও ওর উপরে পেয়েছেন ১১৩৯৩ জন, ৪০ ও এর উপরে পেয়েছেন ১৪৯২৮, ৩৫ ও এর উপরে পেয়েছেন ১৮৮৯৪ জন এবং ৩০ ও এর উপরে পেয়ছেন ২৩২২৮ জন।
এর আগে ২০ আগস্ট দেশের ২২টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৫টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।