মাননীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এ্যাডঃ শামসুল হক টুকু(এম.পি) মহোদয় ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিউজ ফেয়ার এর সম্পাদক ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান জনাব টি.এ.কে আজাদ এর পক্ষ হতে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
নিউজ ফেয়ারের একটি সাক্ষাৎকারে জনাব টি.এ.কে আজাদ নবনির্বাচিত ডেপুটি স্পিকার জনাব এ্যাডঃ শামসুল হক টুকু(এম.পি) কে অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন। এছাড়াও বলেন মাননীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব এ্যাডঃ শামসুল হক টুকু(এম.পি) মহোদয় ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আমি এবং আমার নিউজ ফেয়ার পরিবার অত্যন্ত খুশি। সরকার যোগ্য লোককে যোগ্য যায়গায় নির্বাচিত করেছেন। আমি অনেক আশাবাদি এ্যাডঃ শামসুল হক টুকু পূর্বেও তার দায়িত্ব সঠিক ভাবে পালন করেছেন বর্তমান দায়িত্বেও তিনি ভালো কাজ করবেন।
(ছবিতে নিউজ ফেয়ারের পূর্বের অনুষ্ঠানে নবনির্বাচিত ডেপুটি স্পিকার জনাব এ্যাড. শামসুল হক টুকু(এম পি) ও নিউজ ফেয়ার এর সম্পাদক ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান জনাব টি.এ.কে আজাদ)