Monday , December 23 2024
Breaking News

আজ ‘সুপার ফোর’ শুরু

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে পাকিস্তান-ভারতের ফাইনাল খেলা হোক আয়োজকদের এমনটাই চাওয়া । এক আসরে পাকিস্তান-ভারতের তিন তিনবার দেখা-বিশ্ব ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। কারণ রাজনৈতিক বৈরিতার কারণে এই দুই দেশের দ্বি-পাক্ষিক সিরিজ এখন বন্ধ। তাই এসিসি আর আইসিসিরি আসরই দুই দেশের দেখা হওয়ার প্লাটফর্ম। শুক্রবার হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরের সর্বশেষ দল হিসেবে পাকিস্তান সুপার ফোর নিশ্চিত করার পরই সুপার ফোরে দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা চূড়ান্ত হয়ে যায়। আগমীকাল ৪ সেপ্টেম্বর দুই দল আবার মুখোমুখি হবে। তার আগে ‘বি’ গ্রুপের দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। গ্রুপ পর্বে আফগানিস্তান শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল।

সুপার ফোরে দুই গ্রুপের চারটি দলই লিগ পদ্ধতিতে খেলবে। খেলা হবে ৬টি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

‘এ’ গ্রুপে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে ও ৪০ রানে হংকংকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল। পাকিস্তান হংকংকে ১৫৫ রানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠে আসে। ‘বি’ গ্রুপে আফগানিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল ৭ উইকেটে। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে উঠার লড়াইয়ে শ্রীলঙ্কা টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল।

সুপার ফোরের সূচি

তারিখ ম্যাচ সময় ভেন্যু

০৩-০৮-২২ আফগানিস্তান-শ্রীলঙ্কা ৮টা শারজাহ

০৪-০৮-২২ ভারত-পাকিস্তান ৮টা দুবাই

০৬-০৮-২২ ভারত-শ্রীলঙ্কা ৮টা দুবাই

০৭-০৮-২২ আফগানিস্তান-পাকিস্তান ৮টা দুবাই

০৮-০৮-২২ আফগানিস্তান-ভারত ৮টা দুবাই

০৯-০৮-২২ পাকিস্তান-শ্রীলঙ্কা ৮টা দুবাই

SHARE

About bnews24

Check Also

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। একদিকে সিরিজ বাঁচানোর মিশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *