রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় ৭৮টি পূজামন্ডপে বিপুল উৎসাহ ও উর্দ্দীপনার মাঝে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গত কয়েক দিন ব্যাপী শারর্দীয় দুর্গাৎসব শেষ হয়েছে। গত মঙ্গলবার সকালে মন্ডপে মন্ডপে আনুষ্ঠানিক পুজা অর্চনা ও সিদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা মা-দুর্গাকে স্ব-স্ব প্রতিষ্টান থেকে বিদায় দেন। বিকাল সাড়ে ৪ টা থেকে প্রতিমা গুলো নিজ নিজ মন্ডপ থেকে নৌকায় তোলা হয়। সন্ধ্যা পর্যন্ত প্রতিমাবাহী এবং বিভিন্ন সংগঠন, পারিবারিক ও গোষ্ঠী ভিত্তিক নৌকা নদীতে ভাসানো হয়। এ সময় উলু ধ্বনি ও ঢাকের শব্দে চারিদিকে মুখরিত হয়ে উঠে। সন্ধ্যার আগমন বার্তায় মা-দুর্গাকে নদীর জলে বিসর্জন দেওয়া হয়।
Check Also
বাগমারা কালাপাড়া ইসাহাক আলী মাষ্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্টিত
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে-রাজশাহীর বাগমারা উপজেলার কালাপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব …