Monday , December 23 2024
Breaking News

ফের বিয়ানীবাজারে গ্যাস উত্তোলন শুরু

টানা ২৩ বছর গ্যাস তোলার পর পাঁচ বছর পরিত্যক্ত অবস্থায় ছিল বিয়ানীবাজার-১ গ্যাসকূপ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে তীব্র বেগে গ্যাস বের হতে থাকে। এর আগে গত ১০ সেপ্টেম্বর এই কূপের ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্স। টানা দু-মাসের ওয়ার্কওভারের পর ওই গ্যাসকূপে গ্যাস উত্তোলন শুরু হল।

জানা গেছে, দৈনিক ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস ও ২২ হাজার লিটার কনডেনসেট উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে সিলেটের বিয়ানীবাজার-১ গ্যাসকূপ দ্বিতীয়বারের মতো গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডসের এই গ্যাসক্ষেত্রের খনন কাজের দায়িত্বে রয়েছে বাপেক্স।

কূপে সাত হাজার কোটি ঘনফুট গ্যাস মজুত আছে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আবদুল জলিল।

প্রকল্প পরিচালক মো. রায়হান আহমদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লক্ষ্য নিয়ে সিলেট গ্যাস ফিল্ডস ও বাপেক্স এগিয়ে যাচ্ছে। এই কূপে ৭ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুত আছে এবং এ মাসেরই জাতীয় গ্রিডে এ কূপ থেকে গ্যাস সরবরাহ করা হবে।

১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তোলনের পর গ্যাস উত্তোলন বন্ধ করার পর ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষণা করে কূপটি ফেলে রাখা হয়। ১৯৯৯ সালে বিয়ানীবাজার-১ গ্যাসকূপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৬টি গ্যাস কূপ খনন ও ওয়ার্কওভারের ৬২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

SHARE

About bnews24

Check Also

উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ

উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *