রেজাউল করিম বাগমারা রাজশাহী প্রতিনিধি, রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের আত্রাই-রনশিবাড়ি রাস্তার পাকাকরণ কাজ করা হচ্ছে। শনিবার (১২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের সর্ম্মানিত চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলা প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাগমারার উন্নয়নের রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় দীর্ঘদিন পর রাস্তাটির পাকাকরণ কাজ শুরু হলো মাত্র ১৮৭ মিটার মাটির রাস্তাটি বাগমারার শেষ প্রান্তে হওয়ায় এতোদিন অবহেলায় পড়ে ছিল। বর্ষাকালের পাশাপাশি সামান্য বুষ্টি হলেই কাঁদায় অনেক কষ্ট করে চলাচল করতে হতো । গোয়ালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল মাষ্টার বলেন, রনশিবাড়ি উচ্চ বিদ্যালয়, রনশিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালবাড়ি উচ্চ বিদ্যালয় ও পাইকড়া উচ্চ বিদ্যালয়, পাইকড়া কলেজ এই সব শিক্ষা প্রতিষ্টানের শিক্ষাথীরা বাগমারা -আত্রাই ও রনশিবাড়ি সংযোগ রাস্তা দিয়ে অটোভ্যান অটোরিকশা টলি যাতায়াত করে এবং সর্বস্তরে জনসাধারণ চলাফেরা করে । বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার কারণে কাঁদায় প্রায় যানবাহনের চাকার পানি ছিটকে শিক্ষাথীদের পোশাক পরিছন্ন নষ্ট হয়ে যায়। এতে চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। মানুষের কথা অনুভব করে রাস্তাটি পাকা করণের কাজ আরম্ব হওয়ায় মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মহোদয় কে সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই পথে চলাচলকারী সাধারণ জনসাধারণের কষ্ট অনুভব করে বাগমারা আসনের সংসদ সদস্য রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেন। তারই নিদের্শনায় শনিবার রনশিবাড়ি বাজারের আত্রাই-রনশিবাড়ি সংযোগ রাস্তার টি পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল এপি,পি জর্জকোট রাজশাহী,আওয়ামীলীগ নেতা ডাঃ মামনুর রশিদ বাবলু, শাহাদৎ হোসেন, সামছুর রহমান মাষ্টার,ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন, ইয়াদ আলী, ফৌজদার, দেলবর রহমান ফৌজদার, ডাঃ মকছেদ আলী, মকছেদ আলী, রমজান আলী,আঃ মান্নান, শ্যামল, আয়ুব আলী,রাশেদ কবীর, সিরাজুল ইসলাম, আজিজুল হক,স্থানীয় আওয়ামীলীগ সহ-গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্তিত ছিলেন। ১৭৮ মিটার দৈর্ঘ্য আত্রাই-রনশিবাড়ি সংযোগ রাস্তাটি সাড়ে ১২ লাখ টাকা ব্যায়ে পাকাকরণ করা হচ্ছে।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …