শাখাওয়াত: শ্রদ্ধেয় মরহুম মাওলানা আব্দুর রহিম হুজুরের জেয়াফত অনুষ্ঠান ১৬.১২.২০২২ ইং তারিখে ওনার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে #ব্যাচ২০০০ অংশ গ্রহন করেন। তিনি গত ৯.১২.২২ ইং তারিখে ইন্তেকাল করেন।হুজুর বটতলীএস.এম আউলিয়া (রহঃ) উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা ও (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, জুঁইদন্ড়ী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি, জে. কে.এস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাটা সদস্য জুঁইদন্ড়ীর আলোকবর্তিতা,বিশিষ্ঠ শিক্ষাবিদ ও বহু শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। মরহুম মাওলানা আবদুর রহিম ও নিউজ ফেয়ার গ্রুপের ব্যুরোপ্রধান মোহাম্মদ জালাল উদ্দিনের দাদা জে.কে.এস উচ্চ বিদ্যালয়ের জমি দাতা সদস্য, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্টাতা সেক্রেটারি মরহম আলহাজ্ব ছালেহ আহমদ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।একটি বেসরকারী হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ৯.১২.২২ ইং তারিখ রাত আনুমানিক ১১.৩০মিনিটে ইন্তেকাল করেন।আমরা #২০০০ব্যাচ গভীরভাবে শোকাহত। শোক জানিয়েন নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক জনাব টি.এ.কি আজাদ ও ব্যুরোপ্রধান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন।আল্লাহ হুজুর কে জান্নাতের সর্বোচ্চ স্হান দান করুক আমিন।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …